কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৭৪ হাজার টাকার বিনিময়ে ডাকাতের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন অপহৃত ৯ কৃষক।
Advertisement
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ফিরে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেন ভিকটিম মো. আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল।
তিনি বলেন, শনিবার (২ নভেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং করাচি পাড়ার পাহাড় সংলগ্ন এলাকায় ১০ কৃষক কৃষি কাজসহ পাহাড়ে লাকড়ি সংগ্রহ করছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল ডাকাত অস্ত্রের মুখে ১০ জন কৃষককে ধরে নিয়ে যান। পরে কৌশলে একজন চলে আসেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ৯ কৃষক ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে বাড়িতে ফিরে আসেন।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাহার হোসেন বলেন, অপহৃত কৃষককে উদ্ধারে আমরা শুরু থেকে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ভিকটিমের পরিবার জানিয়েছেন আজ সোমবার সকালে তারা ফিরে এসেছেন।
Advertisement
জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম