ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়ে অস্ট্রেলিয়া সফরে এসেছিল পাকিস্তান। তবে নিজেদের মাটিতে যেভাবে খেলছিলেন, সেই জৌলুশ নিয়ে সিরিজ শুরু করতে পারেনি তারা। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে টেনেটুনে ২০০ পার করেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ২০৩ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা। জয়ে সিরিজ শুরু করতে অস্ট্রেলিয়াকে করতে হবে ২০৪ রান।
Advertisement
মেলবোর্নে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। ৫ বলে ১ রান করা ওপেনার সাইম আইয়ুবের উইকেট উপড়ে ফেলেন অসি পেসার মিচেল স্টার্ক। দলীয় ২৪ রানে আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে (২৬ বলে ১২) উইকেটরক্ষক জস ইংলিসের হাতের ক্যাচ বানান বাঁহাতি পেসার।
খোলস ছেড়ে খেলার চেষ্টা করেন বাবর আজম। তবে বেশিদূর এগোতে পারেননি ডানহাতি পাক ব্যাটার। ৪৪ বলে ৩৭ রান করে স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন তিনি।
মেলবোর্নের কঠিন ট্র্যাকে লড়াই করেন রিজওয়ান। ফিফটির কাছাকাছি (৭১ বলে ৪৪) গিয়ে মার্নাস লাবুশেনের বলে পাকিস্তান অধিনায়ক ধরা পড়েন উইকেটরক্ষকের হাতে। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান করেন রিজওয়ান।
Advertisement
পাকিস্তানের ২০০ ছোঁয়ার কৃতিত্ব দিতে হবে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে ১৯ বলে ২৪ রান করেন শাহিন। শেষ দিকে দারুণ শটে ১ চার ৪ ছক্কায় ৩৯ বলে ৪০ রান করেন নাসিম।
প্যাট কামিন্সের বলে নাসিম শাহ স্টার্কের হাতে ক্যাচ হলে ৪৬.৪ ওভারে ২০৩ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
১০ ওভার বল করে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।
এমএইচ/জিকেএস
Advertisement