চট্টগ্রাম মহানগরীতে মেয়াদোত্তীর্ণ কেক, দইয়ে পুরাতন স্টিকারের উপরে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে ‘গাউসিয়া সুইটস’ নামের একটি মিষ্টান্ন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান।
Advertisement
রোববার (৪ নভেম্বর) এ অপরাধে প্রতিষ্ঠানটির হালিশহর ফইল্যাতলী বাজার এলাকার শোরুমকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান অভিযানে অংশ নেন।
অভিযানে গাউসিয়া সুইটস ছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় ফারুক পোল্ট্রি এন্ড সেলস সেন্টারকে ৩ হাজার টাকা, আবুল হোসেনের মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং তাইফা পোল্ট্রি এন্ড সেল সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
ওজনের কারচুপির দায়ে আজাদ পোল্ট্রি হাউসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পণ্যের মোড়ক বিধি লঙ্ঘন করা ও ক্রয় ভাউচার না থাকায় গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এমডিআইএইচ/এসআইটি/জেআইএম