স্বাস্থ্য

চট্টগ্রামে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু, ১৩ জনই নারী

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় নুর নাহার নামে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। এরমধ্যে ১৩ জনই নারী। বাকী ৯ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

Advertisement

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যান নুর নাহার (৩৫) নামে একজন। তিনি পাঁচলাইশ এলাকার বাসিন্দা। নুর নাহার গত ১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডেঙ্গু শক সিন্ড্রোমে তিনি মারা যান বলে চিকিৎসকরা তার মৃত্যু সনদে উল্লেখ করেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন।

এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৭ জন। এরমধ্যে নগরে ১ হাজর ৯১২ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন।

Advertisement

২০২৩ সালে নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকরি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যান ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন। এর আগে ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হন ২৭১ জন এবং মারা যান ৫ রোগী।

এএজেড/এসএনআর/জেআইএম