সেমিনারের টাকায় হাওরে নৌকায় প্রমোদ ভ্রমণ করা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সেই সচিব ও প্রকল্প পরিচালক (পিডি) মো. আখতার মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
Advertisement
রোববার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।
গত ২ নভেম্বর কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘সেমিনারের টাকায় সচিবের নৌকায় প্রমোদ ভ্রমণ’ শিরোনামে সংবাদ প্রকাশের ভিত্তিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশিত সংবাদে নারী কর্মকর্তাদের সঙ্গে অশালীন মন্তব্য, সেমিনারের টাকায় নৌকায় প্রমোদ ভ্রমণ, প্রকল্পে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জেলায় একান্তে সময় কাটানো, ব্যাড বয়েজ নামের হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়াসহ আরও অনেক ঘটনার বিবরণ আছে।
এর আগেও আইসিটি মন্ত্রণালয়ে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের পিডি থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ডের শাস্তি দিয়ে ৫ম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে অবনমন করা হয়। পরে রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার আবেদন করে শাস্তি মওকুফ করিয়েছিল বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের এ কর্মকর্তা।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এনএইচ/এমএএইচ/