ক্যাম্পাস

ধর্ষণ মামলায় গ্রেফতার চবি ছাত্রলীগ কর্মী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মারুফুল ইসলাম শাকিল নামের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শাকিল ২০১৬-১৭ সেশনে অধ্যয়নরত। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী এবং উপগ্রুপ বাংলার মুখের সক্রিয় সদস্য।

রোববার (৩ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে প্রক্টরিয়াল বডি। এরপর ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাকিলের সঙ্গে ভুক্তভোগীর পাঁচ বছরের সম্পর্ক ছিল। শাকিল ছাত্রলীগ করতেন এবং পলিটিক্যাল ভয় দেখিয়ে সম্পর্কে জড়াতে বাধ্য করেন। একপর্যায়ে বিয়ের প্রলোভনে বারবার ধর্ষণ এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।

Advertisement

এ বিষয়ে অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল বলেন, ‘তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সে বেশকিছু সমস্যার মধ্যে ছিল। আমি তাকে সাহায্য করেছি। সে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, তার কোনো সত্যতা নেই। সে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে।’

প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ওই ছাত্রী অভিযোগের প্রমাণ আমাদের কাছে দিয়েছে। বিষয়টি হাটহাজারী থানার ওসিকেও জানিয়েছিল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলেটিকে আটক করে থানায় নিয়ে গেছে।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আহমেদ জুনাইদ/এসআর/জিকেএস

Advertisement