জাতীয়

মেট্রোরেলের এমআরটি পাসের নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ভ্রমণের কার্ড এমআরটি পাসের নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু হয়েছে।

Advertisement

রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আজ রোববার (৩ নভেম্বর) থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুনমেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ

যদিও এর আগে গত ১ নভেম্বর ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়, ‘অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

Advertisement

এমএমএ/ইএ/জিকেএস