নিজের চালের আড়তে বায়েজিদ হাসান (৩৩) নামের এক প্রকৌশলীকে পিটিয়ে হত্যা মামলায় যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩ নভেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
আদালত পুলিশের পরিদর্শক রোকসানা খাতুন বলেন, চলতি বছরের একটি হত্যা মামলায় মুল্লুক চাঁদ জামিনে ছিলেন। রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বায়েজিদ হাসান খুলনার বানরগাতি গ্রামের আল আমিন মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি মুল্লুক চাঁদের প্রতিষ্ঠানে চাকরি করতেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, বায়েজিদ ঢাকার বসুন্ধরা আবাসিক প্রকল্পে রফিকুল ইসলাম চৌধুরী ও তার ভাই সঞ্জয় চৌধুরীর ভবন নির্মাণের কাজ করতেন। ২৪ মার্চ রফিকুল ইসলাম ও তার ভাই সঞ্জয় চৌধুরীর লোকজন বায়েজিদকে খুলনার বাড়ি থেকে তুলে চালের গুদামে নিয়ে আসেন। সেখানে বায়েজিদকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়।
Advertisement
এরপর ২৫ মার্চ রাতে নিহতের মা যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলার আসামিরা হলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সঞ্জয় চৌধুরী, শহরের গাড়িখানা রোডের শহিদুল ইসলাম, রাজু, রাজন, শাহ আলম এবং লোন অফিসপাড়ার সাদেক মোল্লার ছেলে জসিম মোল্লা। আলোচিত এ মামলায় বিএনপি নেতা মুল্লুক চাঁদ ছাড়া বাকি পাঁচজন জামিনে রয়েছেন।
মিলন রহমান/আরএইচ/জিকেএস