দেশজুড়ে

দিনাজপুরে সরকারি প্রণোদনার সার-বীজ জব্দ

দিনাজপুরের পার্বতীপুরে প্রণোদনার ১২ বস্তা সার ও ৪৫ ব্যাগ পাট বীজ জব্দ করেছে এলাকাবাসী। রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টায় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে থেকে এসব সার-বীজ জব্দ করা হয়।

Advertisement

মো. আকরাম হোসেন মাস্টার বলেন, উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কাছে ২৯ অক্টোবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপরও কোনো লিখিত অনুমতি ছাড়াই সার-বীজ নিয়ে যেতে ভ্যানে উঠালে স্থানীয়রা সেটি আটকে দেয়।

পার্বতীপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস বলেন, এসব সার-বীজ আত্মসাতের জন্য ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বিতরণ করেনি। কিন্তু বিতরণ হয়েছে মর্মে কাগজ দেখিয়ে সেটি সংরক্ষণ করেন।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস