ক্যাম্পাস

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে তারা ‘বাঁশের লাঠি তৈরি করো, জাপা লীগ বিদায় করো’, ‘আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালদের ঠিকানা, এই দেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ বর্তমানে সন্ত্রাসী জাপা ও বিএনপিসহ বিভিন্ন দলে আস্তানা গেড়েছে। জাপা স্বৈরাচারের সমান দোষী। কারণ, জাতীয় পার্টি ২০০৯ সালের পাতানো নির্বাচন, ২০১৪ সালের বিনা ভোটের এমপি এবং ২০১৮ সালের নিশিরাতের এমপি ভোটের অন্যতম সহযোগী। সারাদেশের ছাত্র-জনতা জাপাকে বয়কট করেছে।’

Advertisement

তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ গর্জে উঠবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণহত্যার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। তাদেরকেও হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন করুন। স্বৈরাচারীদের পুনর্বাসন করতে চেষ্টা করবেন না।’

মুনজুরুল ইসলাম/এসআর/জেআইএম