চীনা প্রতিষ্ঠান মেসার্স জিংচেন টেক্সটাইল কোম্পানি লিমিটেড ৩ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি টেক্সটাইল কারখানা স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গার্মেন্টস বর্জ্য (‘ঝুট’ নামে পরিচিত) রিসাইকেলের মাধ্যমে বার্ষিক ২০ হাজার মেট্রিক টন সুতা এবং ১২ হাজার মেট্রিক টন ওভেন ফেব্রিক তৈরি করবে।
Advertisement
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি-এর উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জিংচেন টেক্সটাইল কোম্পানি লিমিটেড এর মধ্যে এ লক্ষ্যে আজ (০৩-১১-২০২৪) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিংচেন টেক্সটাইল কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান মি. চেন দিহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিদেশি এ প্রতিষ্ঠানটিতে ৬০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, জিংচেন টেক্সটাইল কোম্পানি হবে মোংলা ইপিজেডের দ্বিতীয় টেক্সটাইল শিল্প যেখানে ঝুট ব্যবহার করে টেক্সটাইল পণ্য উৎপাদন করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Advertisement
এমআরএম/জেআইএম