দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১১ জেলে আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ১১ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জব্দ ৪০০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Advertisement

শনিবার (২ নভেম্বর) রাতে হাতিয়ার সুখচর, নলচিরা ও বুড়িরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা ওই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার খবরে অভিযান চালানো হয়। এতে দুই ট্রলারে ৫০ হাজার মিটার জাল ও ৪০০ কেজি ইলিশসহ ১১ জেলেকে আটক করা হয়। পরে মাছগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, আটক জেলেরা দোষ স্বীকার করায় তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মা ইলিশ বা জাটকা সংরক্ষণ না করলে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে যারা ইলিশ আহরণ করেন তারাই ক্ষতিগ্রস্ত হবেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম