বাঙালি সাহিত্যের রাজপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রেম, মানবতা ও সাম্যের বার্তা দিয়ে গেছেন আমৃত্যু। সময়ের চৌকাঠ পেরিয়ে আজও তার সৃষ্টি জীবন্ত এবং উজ্জ্বল। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সংগীতেরও রচয়িতা। সম্প্রতি ভারতীয় কমেডি শো ‘কপিল শর্মা শো’-তে তার গানকে ব্যঙ্গ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যার ফলে কমেডি অভিনেতা কৃষ্ণ অভিষেক ক্ষমা চেয়েছেন।
Advertisement
কপিল শর্মার বিতর্কিত পর্বটি প্রচারের পর কলকাতার বাঙালি কবি ও নির্মাতা শ্রীজাত কবিগুরুর অপমানের বিরুদ্ধে সোচ্চার হয়ে শোয়ের নির্মাতাদের কাছে সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনার দাবি করেন। তিনি ওই অংশটি সাত দিনের মধ্যে পুনঃসম্পাদনারও দাবি জানিয়েছেন।
ভারতের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘কপিল শর্মা শো’ সম্প্রতি নেটফ্লিক্সে আরও জনপ্রিয়তা অর্জন করেছে। সেখানে নতুন পর্বটিতে শ্রীজাত কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেকের উপস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা তার মতে শালীনতা ও সম্মানের সীমা অতিক্রম করেছে।
তিনি আরও প্রশ্ন তুলেন, বাঙালি বংশোদ্ভূত অভিনেত্রী কাজল কিভাবে ওই পর্বের অতিথি হয়ে রবীন্দ্রনাথ ও তার সৃষ্টির এই অপমান সহ্য করতে পারেন!
Advertisement
একটি পরবর্তী পোস্টে শ্রীজাত জানান যে কৃষ্ণ তাকে ক্ষমা চেয়ে বলেছেন যে, তার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না, বরং বিনোদন দেওয়াই ছিল তার লক্ষ্য। শ্রীজাত এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন।
নেটিজেনরাও কৃষ্ণের ক্ষমা প্রার্থনার প্রতি সমর্থন জানিয়েছেন, সাংস্কৃতিক আইকনদের সম্মান দেওয়ার গুরুত্বকে স্বীকৃতি জানিয়েছেন।
এলএ/এমএস
Advertisement