ক্যাম্পাস

মেয়েদের হলে ওঠে গোপনে ভিডিও করার সময় যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে উঠে গোপনে ভিডিও করার সময় আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

Advertisement

অভিযুক্ত আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী জেলায়। সেখানকার স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি। আটকের সময় তার কাছ থেকে মোবাইলের ৯টি সিম উদ্ধার করা হয়।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইস অন করতে ভেতরে যাওয়ার ফাঁকে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটের ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন। এসময় হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসবাদ করার এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ হলে গিয়ে ওই যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে অভিযুক্ত যুবককে বাবা-মায়ের তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আহমেদ জুনাইদ/জেডএইচ/জেআইএম