মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে আরব আমিরাতকে উড়িয়ে হংকং সিক্সের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ডিএলএস মেথডে ১৮ রানের জয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারী।
Advertisement
নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশের ১ উইকেটে ১১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান তোলে আমিরাত। এরপর শুরু হয় বৃষ্টি।
বৃষ্টি বন্ধ না হওয়ার কারণে আর খেলা শুরু করা যায়নি। অবশেষে ডিএলএস মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ঝড় তোলেন আব্দুল্লাহ আল মামুন ও জিসান আলম। ১১ বলে ৩১ রান করে আউট হন মামুন।
Advertisement
এরপর জিসান আলমের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করেন সাইফউদ্দিন। ৯ বলে ৩৬ রান করেন বাঁহাতি ব্যাটার। হাঁকান ৫ ছক্কা ১ চার। জিসান ৩ ছক্কা ৩ চারে ১৭ বলে ৩৪ রান করেন।
আরব আমিরাতের ইনিংসের প্রথম ওভারেই দুই ব্যাটার আসিফ খান ও মোহাম্মদ জুহাইবকে তুলে নেন সাইফুউদ্দিন। ২ বলে ০ রানে বোল্ড হন আসিফ। জুহাইবকে এলবিডব্লিউ করেন সাইফউদ্দিন।
দ্বিতীয় ওভারে আবু হায়দার রনি কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র ৭ রান। তৃতীয় ওভারে আব্দুল্লাহ আল মামুন ২৮ রান খরচা করলেও তুলে নেন বিপজ্জনক ব্যাটার সঞ্চিত শর্মার উইকেট।
চতুর্থ ওভারে সাইফউদ্দিন মাত্র দুই বল করলেই বৃষ্টি শুরু হয়।
Advertisement
এমএইচ/এমএস