অর্থনীতি

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

২০১৪-১৫ অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যা গত বছরের চেয়ে প্রায় এক হাজার কোটি টাকা বেশি। সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মূখপাত্র এ.এফ.এম. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, কৃষিক্ষেত্র অগ্রগতি ধরে রাখার স্বার্থে চলতি অর্থবছরের জন্য এ নীতিমালা ঘোষণা ও কৃষি ঋণ বিতরণের লষ্যক্মাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য সোমবার বিকালে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বাংলাদেশ ব্যাংকে ডাকা হয়েছে। ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান এ নীতিমালা ঘোষণা করবেন।উল্লেখ্য, ২০১২-১৩ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্য মাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থ বছরে তা বাড়ে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা। এক বছরে বেড়েছে ৪৬৫ কোটি টাকা।

Advertisement