আরও একবার ভারতীয়দের ব্যাটে হতাশা। নিউজিল্যান্ডকে ২৩৫ রানে অলআউট করেও বড় লিড পেল না রোহিত শর্মার দল। গুটিয়ে গেল ২৬৩ রানে। ফিফটি করেছেন কেবল দুইজন: শুভমান গিল ( ৯০) ও রিশাভ পান্ত (৬০)।
Advertisement
ব্যাটারদের হতাশাজনক পেছনে ব্যাটিং পজিশনের দায় দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। এই ম্যাচে ব্যাটার সরফরাজ খানকে নামানো হয় আটে।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যিনি প্রতিপক্ষের বোলারদের ত্রাস, সেই মাঠেই সরফরাজকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত! অথচ ক্যারিয়ারের সর্বশেষ ৬টি প্রথম শ্রেণির ম্যাচে এই পিচে ৬০১ রান করেন সরফরাজ। গড় ১৫০. ২৫।
একজন ফুলটাইম ব্যাটারকে এমন পজিশনে খেলানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মাঞ্জরেকার। সরফরাজকে আটে নামানোর কঠোর প্রতিবাদ করেছেন তিনি।
Advertisement
শুধু মাঞ্জরেকার একাই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিতদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটভক্ত ও বেশকিছু সাবেক তারকাও।
টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে তিনটি ফিফটি হাঁকিয়েছেন সরফরাজের। এরমধ্যে প্রথম দুই ফিফটিতে ডানহাতি এই ব্যাটারের পজিশন ছিল ৬ নম্বরে। শেষ ফিফটিতে তিনি ব্যাটিং করেছেন ৫ নম্বরে। তারও এক ধাপ উপরে (৪ নম্বরে) ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সরফরাজ।
উপরের দিকে যার ব্যাটে রান আসে, সেই সরফরাজকে নামানো হলো ৮ নম্বরে; রবীন্দ্র জাদেজারও পরে!
ক্ষোভ প্রকাশ করে মাঞ্জরেকার এক্সে এক পোস্টে লেখেন, ‘একজন ফর্মে থাকা ক্রিকেটার, যার প্রথম তিন টেস্টে ৩টি অর্ধশতক আছে, বেঙ্গালুর টেস্টে ১৫০ রান করেছে, একজন ভালো স্পিন বোলিংয়ের খেলোয়াড়, বাঁহাতি এবং ডানহাতি (ব্যাটার) সমন্বয় রাখার জন্য নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে? কোনো মানে নেই। সরফরাজ এখন আটে খেলতে নামছেন। ভারতের খুবই বাজে সিদ্ধান্ত।’
Advertisement
আটে নামে সরফরাজের ব্যাটও হাসেনি এদিন। পুরোপুরি ব্যর্থ হন তিনি। ৪ বলে ০ রান করে অ্যাজাজ প্যাটেলের বলে আউট হন ডানহাতি ব্যাটার।
এমএইচ/জেআইএম