দেশজুড়ে

কিশোরগঞ্জে যাত্রীর স্বজনদের হামলায় স্টেশন মাস্টার আহত

কিশোরগঞ্জে যাত্রীর স্বজনদের হামলায় রেলস্টেশন মাস্টার আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল।

Advertisement

কিশোরগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ভৈরব স্টেশনে পৌঁছালে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। কিন্তু ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনার টিকিট কেটে উঠছেন কিনা। এছাড়াও টিকিট দেখাতে বলেন। ফলে পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার তার স্ত্রী টিকিট কেটে আনেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জে থামতে ওই যাত্রীর স্বজন স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে। তাকে গুরুতর অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ থাকে। পরে সহকারী স্টেশন মাস্টার আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা এগারসিন্দুর গোধূলি ট্রেনটি একঘণ্টা পরে স্টেশন ত্যাগ করে।

Advertisement

এসকে রাসেল/আরএইচ/এমএস