দেশজুড়ে

দীর্ঘদিন পর পরিষ্কার হলো চাঁদপুরের এসবি খাল

দীর্ঘদিন পর চাঁদপুর শহরের এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় যুব দিবসে প্রত্যেক জেলায় একটি খাল পরিষ্কারের উদ্যোগের অংশ হিসেবে খালটি নির্ধারণ করা হয়।

Advertisement

শনিবার (২ নভেম্বর) সকালে খালটির শহরের মুন্সেফপাড়া এলাকায় পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেয়।

পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এ সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এ কাজে তাদের সংগঠনের ৪৫ সদস্য অংশ নেয়।

Advertisement

রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে এবং আরেক অংশ ছিল ডাকাতিয়া নদীর সঙ্গে। মেঘনা নদীর অংশ ভরাট হয়ে গেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি।

বিডিক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে আমাদের সদস্যরা এ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নিচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি এটি। সেই কর্মসূচির আলোকে সারাদেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটিকে নির্ধারণ করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। আগামীতে এ খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।

তিনি বলেন, আমরা এ কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এ কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।

Advertisement

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম