শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে গিজার। গোসলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই মেলে ঘরে একটি গিজার থাকলে।
Advertisement
তবে শীতের আগে গিজারের কিছু সার্ভিসিং করিয়ে নিন, তাহলে পুরো শীত একেবারে নিশ্চিন্তে কাটাতে পারবেন। গরমের দীর্ঘসময় গিজার বন্ধ রেখে গিজারে সমস্যা দেখা দিতে পারে। আগেই সার্ভিসিং করিয়ে নিলে এসব সমস্যায় পড়তে হবে না। দেখে নিন শীতের আগে গিজারের কী কী সার্ভিসিং করাবেন-
আরও পড়ুনযেসব লক্ষণে বুঝবেন গিজার বদলানোর সময় হয়েছেযারা নতুন গিজার কিনবেন তাদের গিজার কেনার পর ১২ মাস অর্থাৎ এক বছরের মধ্যে একজন পেশাদার দ্বারা গিজারের সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। এছাড়াও, যদি গিজার এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে থাকে, তবে নিশ্চিত করতে হবে যে প্রতি ৬ মাস পর পর এটির সার্ভিসিং করানো হচ্ছে।
প্রয়োজন অনুযায়ী যাতে গিজার সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য ওয়াটার হিটারের রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গিজারের নিয়মিত সার্ভিসিং না করা হয় তবে গিজারে স্কেলিং ঘটতে পারে, যার ফলে গিজারের হিটিং রডের পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জমা হতে পারে। এতে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।
Advertisement
যা সবচেয়ে খারাপ, তা হলো এক্ষেত্রে অনেকসময় আমাদের গিজার লিক করতে পারে বা ফেটে যেতে পারে। গিজার সার্ভিসিং কখন প্রয়োজন? যদি গিজার শব্দ করতে শুরু করে। যদি গিজার ফুটো হতে শুরু করে। যদি গিজার জল গরম করতে সময় নেয়। যদি বিদ্যুতের আলো না জ্বলে বা বার বার বন্ধ হয়ে যায়।
সূত্র: নিউজ১৮
কেএসকে/জেআইএম
Advertisement