বিনোদন

ঢাবিতে মঞ্চস্থ হবে প্রাচ্যনাট স্কুলের পথনাটক ‘বেহায়া’

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটারকর্মী তৈরীতে সুদীর্ঘ ২০ বছর ধরে কাজ করে চলেছে স্কুলটি। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষনার্থী থিয়েটারের সকল আনুসাঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। এই স্কুলের ৪৬টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছে। চলছে ৪৭তম ব্যাচের কোর্স।

Advertisement

এই কোর্সে জড়িয়ে থাকা শিক্ষার্থীরা নিয়ে আসছে নতুন পথনাটক প্রযোজনা। এর নাম রাখা হয়েছে ‘বেহায়া’।

আজ শনিবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকেল ৪টা ১৫ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে। এর নির্দেশনা দিয়েছেন আবু ইমরান।

নাটকের গল্প সম্পর্কে বিস্তারিত না গেলেও প্রযোজনাটির পোস্টার থেকে আঁচ পাওয়া গেল এতে বলা হবে কোনো এক শাসক ও তার শাসনামলের কাহিনি। বলা চলে কোনো বেহায়া শাসক ও তার বেহায়াপনার শাসনের গল্পই উঠে আসবে ‘বেহায়া’ প্রযোজনায়।

Advertisement

এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে প্রাচ্যনাট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এলএ/এমএস