তথ্যপ্রযুক্তি

আরও সস্তা হচ্ছে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ইউটিউব। স্মার্টফোন ব্যবহারকারীর একটা বড় অংশ ইউটিউব ব্যবহার করেন। এই প্ল্যাটফর্মে নানা বিষয়ে ভিডিও উপভোগ করা যায়। দর্শকদের পাশাপাশি বহু মানুষের অর্থ উপার্জনের মাধ্যমও হয়ে উঠেছে ইউটিউব।

Advertisement

ব্যবহারকারীদের উপার্জনের পথ তৈরি করতে ভিডিওতে বিজ্ঞাপন চালু করেছে। যা দর্শকদের জন্য বেশ বিরক্তিকর একটি বিষয়। তবে এই বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার উপায়ও এনেছে প্ল্যাটফর্মটি। সেজন্য টাকা খরচ করে ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে খরচ অনেক বেশি হওয়ায় সেখানে ব্যবহারকারী তুলনামূলক কম। এজন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ কমাতে নতুন সুবিধা আনছে ইউটিউব। ইউটিউবের পক্ষ থেকে একটি নতুন সাবস্ক্রিপশন টায়ার পরীক্ষা করা চলছে, যেখানে অনেক কম খরচে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। সাধারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে এই নতুন প্রিমিয়াম লাইট প্ল্যানে অনেক কম খরচ হবে।

আরও পড়ুন

Advertisement

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে যা করবেন

সম্পূর্ণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে এই প্রিমিয়াম লাইট ভার্সনে অনেক কম খরচেই বিজ্ঞাপন সরানো যেতে পারে। তবে এখনও পর্যন্ত এই ইউটিউব প্রিমিয়াম লাইটের খরচ, বিজ্ঞাপনের ফ্রিকোয়েন্সি ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে এর দাম ফুল প্রিমিয়াম সাবস্ক্রিপশনের তুলনায় অর্ধেক হবে।

এই প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের বিস্তৃতি থেকে বোঝাই যায় যে ইউটিউব যে সব দর্শক বিজ্ঞাপন ছাড়া কনটেন্ট দেখতে চাইছে, তাদেরকে গুরুত্ব দিতে চাইছে এবং তাদের ফুল প্রিমিয়াম সাবস্ক্রিপশনের একটি বিকল্প গড়ে দিতে চাইছে। তবে এখনো পর্যন্ত ইউটিউব আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কে কিছুই জানায়নি।

এর আগের বছরে বেশ কিছু দেশে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানটির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখন ইউটিউব তার এই প্রকল্প ক্রমে ক্রমে অস্ট্রেলিয়া, জার্মানি, থাইল্যান্ড ইত্যাদি দেশে ছড়িয়ে দিচ্ছে। অ্যান্ড্রয়েড অথরিটি এমনই রিপোর্ট দিয়েছে। এই প্রিমিয়াম লাইটে তুলনায় সস্তায় মিলবে সাবস্ক্রিপশন। স্ট্যান্ডার্ড ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বেশ কিছু অফার ও বেনিফিট থাকে যার মধ্যে বিজ্ঞাপন ছাড়া স্ট্রিমিং, ব্যাকগ্রাউন্ড প্লে-ব্যাক, ইউটিউব মিউজিকের অ্যাক্সেস ইত্যাদি পাওয়া যায়, সেখানে প্রিমিয়াম লাইট মডেলে কেবল বিজ্ঞাপন সরানোর দিকেই নজর দেওয়া হয়েছে। আরও পড়ুন

ইউটিউব ভিডিও থেকে জিআইএফ ভিডিও বানাবেন যেভাবে ইউটিউবে এখন আয় হবে বেশি, এলো নতুন ফিচার

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

কেএসকে/এমএস