খেলাধুলা

ফুটবলারের লাথিতে আহত কোচ মরিনহো

ফুটবলারের লাথিতে আহত হয়েছেন ফেনারবাচের কোচ হোস মরিনহো। গতকাল বৃহ্স্পতিবার তুর্কি ক্লাবটির অনুশীলন চলাকালে এই ঘ্টনা ঘটে।

Advertisement

তুরস্কের প্রধান ক্লাব প্রতিযোগিতা সুপার লিগে আগামী রোববারের ম্যাচের আগে অনুশীলন করছিলেন ফেনারবাচের ফুটবলাররা। ওই সময় শিষ্যদের মাঝে ছিলেন কোচ মরিনহো। এক পর্যায়ে মিডফিল্ডার ইসমাইল ইয়ুকসেকের পায়ের আঘাতে মাটিতে পড়ে যান কোচ।

বল পায়ে জড়ানোর জন্য দৌড় দিচ্ছিলেন ইউসুফ। কিন্তু অনিচ্ছাকৃত নিজের গুরুতে ধাক্কা দেন তিনি।

মাটিতে পড়ে ব্যথায় গড়াগড়ি দিতে দেখা যায় মরিনহোকে। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে পরে সহায়তা করতে আসেন খেলোয়াড়রা। এরপর দ্রুত গতিতে মাঠে প্রবেশ করতে দেখা যায় মেডিকেল স্টাফদেরও। তাদের সাহায্যে খুঁড়িয়ে মাঠ ছাড়েন মরিনহো।

Advertisement

মজা করে এই ঘটনার একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন মরিনহো।

      View this post on Instagram

A post shared by Jose Mourinho (@josemourinho)

পোস্টে তিনি লেখেন, ‘তরুণ কোচদের জন্য শিক্ষা ‘‘কখনও খেলোয়াড়দের মতো একই রঙের পোশাক পরবেন না’’.. তারা আপনাকে বল পাস করতে পারে... অথবা পিছন থেকে লাথি মারতে পারে।’

ইতালিয়ান ক্লাব রোমা থেকে বরখাস্ত হওয়ার ৬ মাস পর ফেনারবাচের সঙ্গে চুক্তি করেন মরিনহো। বর্তমানে সুপার লিগের টেবিলে তৃতীয় স্থানে আছে তার ক্লাব।

Advertisement

এমএইচ/এএসএম