ঢাকাসহ সারাদেশের বিভিন্ন গার্মেন্টস থেকে গণহারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে শাহবাগে ছাত্র-শ্রমিক সমাবেশ হয়েছে।
Advertisement
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্র-শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিক।
সমাবেশে বক্তারা বলেন, আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে সেটিতে গার্মেন্টসসহ বিভিন্ন শ্রমিকদের অংশগ্রহণ ছিল। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের আমলে ন্যূনতম বেঁচে থাকার অধিকারের দাবিতে, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা চাইতে গিয়ে তৎকালীন সরকারের দ্বারা তারা নির্যাতিত হয়েছিল, জীবন দিয়েছিল। আজ ৫ আগস্ট অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদী সরকারের নির্ধারণ করা ন্যূনতম মজুরি পরিবর্তনসহ আরও কিছু সুযোগ সুবিধার দাবিতে যখন তারা রাস্তায় নেমে আসছে তখন অন্তর্বর্তী সরকারও মালিকদের গ্রেফতার না করে শ্রমিকদের গ্রেফতার করছে।
Advertisement
বক্তারা আরও বলেন, আপনারা শ্রমিকদের গুলি করছেন, কারণ আপনারা তাদের পাত্তা দিচ্ছেন না। আপনাদের নিশ্চিত করছি, এটার পরিণতি ভালো হবে না। শ্রমিকদের এভাবে যদি আপনারা গুলি করতে থাকেন তাহলে শ্রমিকরাও রাজপথ দখল করে থাকবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এমএইচএ/এমএইচআর/এএসএম
Advertisement