দীপাবলিকে কেন্দ্র করে টালিউড তারকাদের ব্যস্ততা কয়েকগুণ বেড়েছে। এ উপলক্ষে কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন স্থানে পূজার অনুষ্ঠান উদ্বোধনে অংশ নিচ্ছেন তারকারা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাদের মধ্যে একজন।
Advertisement
জানা গেছে, শুভশ্রী জিয়াগঞ্জের অরিজিৎ সিংয়ের এলাকায় কালীপূজার উদ্বোধন করতে গিয়েছিলেন। পূজা প্যান্ডেলের ফিতা কাটার পাশাপাশি তাকে গান গাইতেও দেখা যায়। এ সময় তার পরনে ছিল হলুদ সালোয়ার।
টালিউডের সুপারস্টার এ নায়িকাকে একনজর দেখতে সেখানে রীতিমতো মানুষের ঢল নেমেছিল। সেখানে পূজা উদ্বোধনের পর মঞ্চে উঠে দেবের সিনেমার গান গাইলেন শুভশ্রী। দেবের তুমুল জনপ্রিয় ‘পরাণ যায় জ্বলিয়া’ সিনেমার গানটি ঢাকের তালে তালে পরিবেশ করেন। পেশাদার শিল্পী মতো গাইছিলেন এ নায়িকা।
আরও পড়ুন:
Advertisement
শুভশ্রীর অনুরাগীরাও বেশ উপভোগ করছিলেন গানটি। এমন আনন্দময় সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেও শুভশ্রীর গানের প্রশংসা করছেন কেউ কেউ। আবার অনেকে কটাক্ষও করেছেন।
কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এমন বেসুরো গলায় গান!’ কেউ বা লিখেছেন, ‘আরও ভালো হতে পারত!’ যদিও সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্যই কোনোকালে গায়ে মাখেননি শুভশ্রী।
এমএমএফ/এমএস
Advertisement