দেশজুড়ে

নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বরূপে ফিরছে রাঙ্গামাটি

দীর্ঘ ২৪ দিনের প্রশাসনের নিষেধাজ্ঞার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। শুক্রবার (১ নভেম্বর) থেকে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এরপর থেকেই আসতে শুরু করেছেন পর্যটকরা।

Advertisement

সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায়, পর্যটকদের আগমণ শুরু হয়েছে। কেউ পরিবার আবার কেউবা বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে বেড়াতে আসা দম্পতি কাউছার ও সাদিয়া বলেন, ‘আমরা জেনেছি রাঙ্গামাটিতে আজ থেকে সব পর্যটন কেন্দ্র খোলা। তাই বাইক নিয়ে বেড়াতে চলে এসেছি। সারাদিন ঘুরে বিকেলে আবার চলে যাবো।’

দিনাজপুর থেকে এসেছেন রুবেল হোসেন। তিনি বলেন, ‘বাইক নিয়ে চট্টগ্রাম ঘুরতে বের হয়েছি। এর ফাঁকে জানতে পারি আজ থেকে নাকি রাঙ্গামাটিতে পর্যটক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই এখানেও ঘুরে গেলাম।’

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাঙ্গামাটি স্কয়ার পার্কের ব্যবস্থাপক আবুল হাসান রায়হান জাগো নিউজকে বলেন, ‘নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে আমরা আবারও ঘুরে দাঁড়ানাের আশায় আছি। আজ বন্ধের দিন হওয়ায় বেশকিছু পর্যটক এসেছেন। আশা করছি, সামনের দিনে পর্যটক সমাগম হবে আরও বেশি হবে।’

Advertisement

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলােক বিকাশ চাকমা বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন হিসেবে আজ বেশ ভালােই পর্যটক এসেছেন। আশা করি, সামনের পর্যটন মৌসুমে ভালো পর্যটক আসবে।’

নিষেধাজ্ঞার এই ২৪ দিনে পর্যটন ব্যবসায়ীদের প্রায় অর্ধশত কােটি টাকার লােকসান হয়েছে বলেও জানান তিনি।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

Advertisement