বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে জয়পুরহাট শহরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।
Advertisement
আদেশে বলা হয়, ১ নভেম্বর সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।
এই আইনে ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব প্রকার সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হলো। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
Advertisement
জয়পুরহাট জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে ১ নভেম্বর শুক্রবার জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করা হলে অপর পক্ষের নেতাকর্মীরা বিরোধিতা করেন। বিক্ষোভের পাশাপাশি পাল্টা কর্মসূচি ঘোষণা করেন তারা। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা দেখা দেয়। এই সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিলও করেন।
আল মামুন/জেডএইচ/জিকেএস