ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যয়বহুল লিগামেন্ট প্রতিস্থাপন চালু হয়েছে। হাসপাতালের অর্থোপেডিকস ট্রমা এবং অর্থোস্কোপি বিশেষজ্ঞ সার্জন ডা. মুহাম্মদ এ হাসানের উদ্যোগে এটি চালু হয়।
Advertisement
এর ফলে ফরিদপুরের চিকিৎসাসেবা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর এই অপারেশন হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অপারেশন করে লিগামেন্ট প্রতিস্থাপন করা হয়।
ওই রোগীর নাম রুবেল হোসেন। তার বাড়ি গোপালগঞ্জে। সৌদি আরবে ফুটবল খেলতে গিয়ে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। পরে তিনি ব্যয়বহুল এই চিকিৎসা সৌদিতে না করতে পেরে দেশে ফিরে আসেন।
Advertisement
এ বিষয়ে ডা. মুহাম্মদ এ হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া রোগীর কাঁটা ছেড়া না করে অর্থোস্কোপি মেশিনের মাধ্যমে অপারেশনের কার্যক্রম উদ্বোধন করা হলো। এর আগে সরকারিভাবে অত্র অঞ্চলে এ ধরনের অপারেশন হতো না। আশা করা যায়, বৃহত্তর ফরিদপুরসহ আশপাশের অনেক জেলার রোগীরা উপকৃত হবেন এখান থেকে।
তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিতভাবে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া রোগীর অপারেশন এই হাসপাতালে হবে। দেশের যে কয়টি জায়গায় এই অপারেশন হয়, তার সঙ্গে ফরিদপুরের নাম যুক্ত হলো। আশা করা যায়, গরিব মানুষরা বিনামূল্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা নিতে পারবেন।
এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম
Advertisement