ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের দুই স্টাফকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
Advertisement
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ।
আটকরা হলেন- ইলেকট্রিশিয়ান লাইনম্যান রবিউল আউয়াল (৩৯) ও ফার্ম ড্রাইভার মোশাররফ হোসেন (৪০)। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা। সন্ধ্যা নাগাদ সেটি নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে ওয়াদুদ ও রতনকে গতমাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আমাকে দোষারোপ করতে থাকেন। আজ দুপুর আড়াইটার দিকে তারা অফিসে এসে আমাকে মারধর করেন ও অফিসে ভাঙচুর চালান।
Advertisement
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম