খেলাধুলা

তিনঘণ্টা পর বাফুফে ভবনে পৌঁছাল নারী ফুটবলাররা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড় ৪টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশ্যে রওনা দেয় সাফ চ্যাম্পিয়ন মেয়েরা। তাদের আগমণের আশায় বাফুফে ভবনে অপেক্ষা করতে থাকেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।

Advertisement

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। তিন ঘণ্টা পর নারী ফুটবলারদের নিয়ে ছাদখোলা বাসটি প্রবেশ করলো বাফুফে ভবন প্রাঙ্গনে।

দুপুরের পর থেকেই কয়েকশ' সমর্থক বাফুফে ভবনের সামনে বাদ্যযন্ত্র নিয়ে সাবিনাদের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে বিশ্রাম নিতে দেখা যায়।

বিকেল সোয়া ৫টার দিকে বাফুফে ভবনে প্রবেশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা।

Advertisement

নব নির্বাচিত দুই সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সাব্বির আহমেদ আরেফ এবং কয়েকজন সদস্য এ মূহুর্তে ভবনে আছেন। সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এএফসির অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় আছেন।

সাবিনারা বাফুফে ভবনে পৌঁছালে ক্রীড়া উপদেষ্টা তাদের স্বাগত জানান।

আইএইচএস/

Advertisement