দেশজুড়ে

যশোরে ‘মাদকাসক্ত’ ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন

যশোর শহরে নিজ বাড়িতে ‘মাদকাসক্ত’ ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালা।

Advertisement

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহানারা বেগম একই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে ভাড়াটিয়া বাবলা ও সুমন পলাতক।

ভাড়াটিয়ার ঘর থেকে একটি নোটপ্যাড উদ্ধার করেছে পুলিশ। সেখানে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেছে ভাড়াটিয়ারা স্বীকারোক্তি উল্লেখ করে গেছেন বলে দাবি পুলিশের।

Advertisement

স্বজনরা জানান, শাহানারা বেগম ও তার স্বামী ছাড়াও তাদের বাড়ির একটি ঘরে দুই যুবক ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে খাবার খেয়ে শাহানারার স্বামী আনিসুর ইজিবাইক চালাতে বের হন। রাতে বাড়ি ফিরে তালা লাগানো দেখতে পান তিনি। আশপাশে খোঁজ করেও স্ত্রীর কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে আনিসুর দেওয়াল টপকে বাড়ির ভেতরে গিয়ে সব ঘরে তালা দেখতে পান। ভাড়াটিয়ার ঘরের সামনে কাপড়ে রক্ত দেখে তিনি লোকজন ডেকে নিয়ে এসে তালা ভাঙেন। এরপর ঘরের ভেতরে শাহানারা বেগমের গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহতের ছোট ভাই মাসুদ পারভেজ বলেন, ভাড়াটিয়া বাবলা ও সুমন মাদকাসক্ত হওয়ায় তাদের ঘর ছেড়ে দিতে বলা হয়েছিল। কয়েক মাস ধরে তাদের বাড়ি ছেড়ে দিতে বললে তারা ক্ষিপ্ত হন। এমনকী শাহানারা ও ভাড়াটিয়াদের মধ্যে বাগবিতণ্ডাও হয়েছে। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার পরে তার শরীরে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে প্রতিবেশীরা ওই দুই যুবককে বাড়ি ছেড়ে চলে যেতে দেখেন। তাদের ধারণা, বাবলা ও সুমন হত্যার পর স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছেন।

যশোর ডিবির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিচিত লোকের হাতেই হত্যাকাণ্ড ঘটেছে। এর কারণ বের করার চেষ্টা চলছে।

Advertisement

তিনি আরও জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কক্ষে একটি নোটপ্যাড পাওয়া গেছে। তাতে কয়েকটি পেজে হত্যার কারণ উল্লেখ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

মিলন রহমান/এসআর/জেআইএম