আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, ঘটনার পরপরই তারা এলাকাটি ঘিরে ফেলে এবং দ্রুত তদন্ত শুরু করে।

Advertisement

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা প্রথমেই ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তাকে অবিলম্বে লিঙ্কন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়াও ঘটনাস্থলে ৫৭ বছর বয়সী এক নারী ও ৫৭ বছর বয়সী এক পুরুষকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়। ওই নারীর মাথায় এবং পুরুষের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছিল। এর ফলে তরা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন>>

Advertisement

যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি: নিহত ৩, আহত ৮ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪ যুক্তরাষ্ট্রে ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি, আহত ৭

পুলিশের প্রাথমিক ধারণা, গুলির ঘটনা বাড়ির ভেতরেই সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এনওয়াইপিডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা যেন দ্রুত পুলিশকে জানান। তাদের দেওয়া যেকোনো তথ্যই তদন্তে সহায়ক হতে পারে বলে অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরেই বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও গুলিবর্ষণ ও তাতে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

Advertisement

পরিসংখ্যান বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৪০৩টি এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ বছর বন্দুকহামলায় কমপক্ষে ১২ হাজার ৪১৬ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র: ফক্স৫কেএএ/