শেরে বাংলায় টেস্ট খেলতে চেয়েও শেষ পর্যন্ত পারেননি সাকিব আল হাসান। তবে আফগানিস্তনের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব, এমন খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটগুলোয়। তবে বিসিবি থেকে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
Advertisement
আজ বৃহস্পতিবার দুপুরে জানা গেল সে খবর ভুল। সাকিব আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সাকিব কি নিজ থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চাননি, নাকি বিসিবি সাকিবকে খেলাবে না- এ বিষয়টি পরিষ্কার করেননি বিসিবিপ্রধান।
আরও পড়ুন যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে: সাকিবফারুক আহমেদের কথা শুনে মনে হলো, তিনি সাকিবের বরাত দিয়েই কথা বললেন গণমাধ্যমে। বিসিবি সভাপতি জানান, সাকিব বেশ কিছু দিন খেলার ভেতরে নেই। এ সময় তিনি হয়তো আরব আমিরাতের টি-টেন খেলবেন। তারপর খেলায় ফিরে এলে আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গ।
Advertisement
এখন পর্যন্ত খবর হলো, সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৬ নভেম্বর থেকে আরব আমিরাতের শারজায় শুরু ওই সিরিজ। ৯ ও ১১ নভেম্বর পরের খেলা দুটিও একই ভেন্যুতে।
এআরবি/এমএইচ/জিকেএস