আইন-আদালত

চট্টগ্রামে ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় রাষ্ট্রদোহের অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Advertisement

বুধবার (৩০ অক্টোবর) রাতে ফিরোজ খান নামের এক ব্যক্তি নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এতে দণ্ডিবিধির ১২০(খ)/ ১২৪(ক)/ ১৫৩(ক)/ ১০৯/৩৪ ধারায় আভিযোগ আনা হয়েছে।

এদিকে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগের মামলায় রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

Advertisement

আরও পড়ুন জাতীয় পতাকা অবমাননা, চট্টগ্রামে দুই যুবক গ্রেফতার

কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের পর নগরীর নিউ মার্কেট চত্বরে একটি লাঠিতে জাতীয় পতাকা বেঁধে দেওয়া হয়। গত ২৫ অক্টোবর লালদীঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশের দিন নিউ মার্কেটের ওই পতাকার উপর গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙিয়ে দেওয়া হয়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা ধরনের সমালোচনা হয়। পরে সেটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়।

এএজেড/এসআইটি/জিকেএস

Advertisement