লেবাননের ঐতিহাসিক বালবেক অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আটজন নারী। এ ঘটনার পর লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি আশা করছেন ‘কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই’ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
Advertisement
ইসরায়েলি সেনাবাহিনীর এই হামলা সেপ্টেম্বরের পর বালবেক অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী আঘাত বলে জানা গেছে। হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনী বালবেকের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্যতামূলক সতর্কতা জারি করে।
ইসরায়েলের নাহারিয়া শহরে বিস্ফোরণলেবাননের হিজবুল্লাহ-সংযুক্ত সংবাদমাধ্যম আল-মানার জানিয়েছে, লেবানন থেকে চালানো একটি ড্রোন ইসরায়েলের উত্তরের উপকূলীয় শহর নাহারিয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর ফলে তীব্র বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে এই হামলার ভিডিও পোস্ট করলেও সরাসরি দায় স্বীকার করেনি।
আরও পড়ুন>>
Advertisement
এর আগে, হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, তাদের যোদ্ধারা বুধবার সন্ধ্যায় ইসরায়েলের লিমান ও গেশের হাজিভ এবং কিরিয়াত শমোনা শহরের কিছু অবস্থান লক্ষ্য করে চারবার রকেট হামলা চালিয়েছে।
এই হামলার পর হিজবুল্লাহর নতুন নেতা নাঈম কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করার সিদ্ধান্ত নেয়, আমরা তা মেনে নেবো, তবে আমাদের শর্ত অনুযায়ী। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো প্রকার ভিক্ষা চাইবো না।
সূত্র: আল-জাজিরাকেএএ/
Advertisement