দেশজুড়ে

রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।

Advertisement

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সারাদেশে প্রশাসনে যারা কাজ করছেন, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নুরুল হক।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, বেশকিছু নেতৃবৃন্দ আপনাদের এই উপজেলার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। সে ব্যবস্থা আমি করবো।

Advertisement

তিনি আরও বলেন, বয়স্ক ভাতাসহ সরকারি যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো কোনো রাজনৈতিক বিবেচনা নয়; প্রকৃতপক্ষে যারা হতদরিদ্র, অসহায় তাদের দিতে হবে।

গণ সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়া।

দলীয় কার্যক্রমে অংশ নিতে তিন দিনের সফরে নুরুল হক নুর নিজ জেলা পটুয়াখালীতে অবস্থান করছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস

Advertisement