দুর্নীতি রোধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে রাজধানীর তিনটি নামি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের এসব দায়িত্বে দেখতে চান তারা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ।
Advertisement
অভিভাবকরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে এবং হচ্ছে, তা দুদকের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। তাছাড়া ভর্তি, টিউশন ফি নির্ধারণ ও শিক্ষকদের কোচিং বাণিজ্য রোধে প্রণীত নীতিমালার যথাযথ বাস্তবায়ন দাবি করেছেন তারা।
বুধবার (৩০ অক্টোবর) এ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ঢাকা জেলা প্রশাসক তানভির আহমেদকে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। ‘অভিভাবক ঐক্য ফোরাম’ নামে অভিভাবকদের একটি সংগঠনের নেতারা এ স্মারকলিপি দেন।
অভিভাবক ঐক্য ফোরামের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষা সংস্কার কমিশন গঠন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ, সরকারি নিয়মবহির্ভূত বিভিন্ন খাত সৃষ্টি ও উৎসাহ ভাতা বন্ধ করা, ছাত্রী নির্যাতনকারী শিক্ষকদের চাকরিচ্যুতি, কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি আনা, বিনা ভোটে গঠিত বিতর্কিত গভর্নিং বডি বাতিল করা, শিক্ষার্থী ভর্তিতে লটারিতে স্বচ্ছতা আনা, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর ভাই-বোনকে শতভাগ ভর্তি করা।
Advertisement
সংগঠনের ছয় সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম বনশ্রী শাখার সভাপতি আহসান উল্ল্যা মানিক, মুগদা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, কবির আহমেদ ও মতিউর রহমান।
এএএইচ/এমকেআর/জিকেএস