জাতীয়

নকল প্রসাধনীর বিরুদ্ধে অভিযানের নির্দেশ মানবাধিকার কমিশনের

বাজারে ছড়িয়ে পড়া নকল প্রসাধনী ব্যবহারে দিন দিন স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলছে। তাই মানুষকে বাঁচাতে নকল প্রসাধনী উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে পদক্ষেপ নিতে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

Advertisement

বুধবার (৩০ অক্টোবর) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর গণমাধ্যমে ‘নকল প্রসাধনীতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে মানুষ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। নকল প্রসাধনী উৎপাদন ও বিক্রি করা একদিকে যেমন ক্রেতার সঙ্গে আর্থিক প্রতারণা, অন্যদিকে এসব ব্যবহারের ফলে চর্মরোগ, স্কিন ক্যানসার, কিডনি রোগসহ বন্ধ্যাত্বের মতো নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এতে আরও বলা হয়, নকল প্রসাধনী উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ তা উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা আবশ্যক।

Advertisement

এফএইচ/এমএইচআর/জিকেএস