আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং মালদা জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৩৩ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও ১৭টি গবাদি পশু উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

বিএসএফ জানিয়েছে, গত ২৯ অক্টোবর আংরাইল বর্ডার ফাঁড়ি থেকে ৫ম ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পান, বাংলাদেশে ফেনসিডিল পাচার করা হচ্ছে। ওই খবরের ভিত্তিতে কুইক রেসপন্স টিম (কিউআরটি) নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আরও পড়ুন>>

বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় নাম লেখালো কলকাতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদী আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত পশ্চিমবঙ্গ এছাড়া, দোবরাপাদা ও তেঁতুলবেড়িয়া ফাঁড়ি থেকে ১ হাজার ২০০ বোতল এবং রাজানগর ফাঁড়ি থেকে ৩৩০ বোতল কাশির সিরাপ উদ্ধার করে বিএসএফ।

পৃথক অভিযানে পান্নাপুর ও আগ্রা সীমান্ত এলাকা থেকে ১২টি এবং নিমতিতায় পাচারকারীদের হাত থেকে আরও পাঁচটি গবাদি পশু উদ্ধার করা হয়।

Advertisement

জব্দ ফেনসিডিল ও গবাদি পশুগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গবাদি পশুগুলোর ই-ট্যাগিংয়ের পর সেগুলো ধ্যান ফাউন্ডেশনে স্থানান্তর করা হবে।

ডিডি/কেএএ