জাতীয়

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলা নিয়ে হত্যা, গ্রেফতার ২

রাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)।

Advertisement

বুধবার (৩০ অক্টোবর) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হাসান হাওলাদারের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গ্রেফতার সোহেল ও রাতুলসহ এজাহারনামীয় আসামিরা ক্ষিপ্ত হয়ে চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। এ সময় হাসানকে বাঁচাতে এলে তার বন্ধু মো. নূরে আলমও হামলার শিকার হন। পরে পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। নূরে আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাতেই তথ্য ও প্রযুক্তির সহায়তায় রামপুরা এলাকা থেকে অভিযুক্ত সোহেল ও রাতুল ইসলামকে গ্রেফতার করে বাড্ডা থানার একটি টিম। এরপর বুধবার সকালে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযুক্ত করে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়েছে।

Advertisement

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/এমএস