দেশজুড়ে

টেকনাফে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছেন বিজিবির সদস্যরা।

Advertisement

তারা হলেন টেকনাফ ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৯), উখিয়ার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলে মো. এনায়েতুল্লাহ (২৬) এবং একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মো. আলম (২৩)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে টেকনাফের লেদা নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

Advertisement

বিজিবি জানায়, ওই তিন ব্যক্তি নৌকায় করে নাফ নদী হয়ে টেকনাফ শহরের দিকে আসছিলেন। এসময় বিজিবির নৌ টহলদল তাদের ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরে তাদের শরীর তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। টেকনাফের গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়িঘরে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

এসআর/এমএস

Advertisement