দেশজুড়ে

বান্দরবানে সীমিত পরিসরে খুলছে পর্যটন স্পট

প্রায় এক মাস ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পর আগামী সপ্তাহে সীমিত পরিসরে পর্যটন স্পটগুলো উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

Advertisement

বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বান্দরবান পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

২০১৯ সালে করোনা মহামারির সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন সময় উদ্ভূত পরিস্থিতিতে বান্দরবানে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে দাবি জানিয়ে আসছিলেন তারা।

 

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের পক্ষ থেকে দেওয়া আবেদনগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যে রুমা-রোয়াংছড়ি ও থানচি বাদে সব উপজেলায় ভ্রমণ উন্মুক্ত করে দেওয়া হবে। রুমা-রোয়াংছড়ি ও থানচি উন্মুক্ত করার বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

এসময় অন্যদের মধ্যে পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক, বান্দরবান সদর রিজিয়নের মেজর শায়েখ উজ জামান, বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাজল কান্তি দাশ, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এসআর/জিকেএস