লাইফস্টাইল

প্রাক্তনকে মেসেজ দেওয়ার দিন

ভুল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর অনেকই পরবর্তী সময়ে গিয়ে ব্রেকআপ বা বিচ্ছেদ করেন। তবে এক সময়ের প্রিয় মানুষটির সঙ্গে কাটানো মুহূর্তগুলো বা ভালো স্মৃতি কি আদৌ মন থেকে মুছে ফেলা যায়?

Advertisement

অনেকেই হয়তো তা পারেন না। আর এ কারণে প্রায়ই প্রাক্তনের কথা স্মরণ করেন কমবেশি সবাই। নিশ্চয়ই আপনারও মনে পড়ে প্রাক্তনের কথা? তাহলে দেরি না করে আজ না হয় তার খোঁজ নিতে একটি টেক্সট বা মেসেজ করুন তাকে।

জানলে অবাক হবেন, আজ প্রাক্তনকে মেসেজ দেওয়ার দিন। প্রতিবছর ৩০ অক্টোবর পালিত হয় দিবসটি। আপনি জানলে আরও অবাক হবেন, ১৯৮৮ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে। তখন অবশ্য প্রযুক্তি এতোটা উন্নত ছিল না। বেশিরভাগ মানুষ চিঠিপত্রের মাধ্যমেই প্রাক্তনের খোঁজ নিতে তখন।

আরও পড়ুন ত্বকের রং পরিবর্তন কঠিন রোগের ইঙ্গিত নয় তো? প্রিয় মানুষটির রাগ ভাঙাবেন কীভাবে?

এরপর ১৯৯২ সালের ৩ ডিসেম্বর এসএমএস মেসেজিংয়ের মাধ্যমে নিল প্যাপওয়ার্থ নামক ২২ বছর বয়সী একজন পরীক্ষা প্রকৌশলী বিশ্বের প্রথম পাঠ্যবার্তা পাঠান। তিনি একটি ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করেছিলেন এই মেসেজ পাঠাতে। ২০০৭ সালের পর থেকে মোবাইল ফোনে টেক্সট মেসেজিং যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। আর এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেসেজিং অপশন আছে। যার মাধ্যমে দূর-দুরান্তের সবার সঙ্গেই মুহূর্তে যোগাযোগ করা যায়। আপনিও যদি প্রাক্তনকে মিস করেন বা তার সম্পর্কে কৌতূহল থাকেন, তাহলে আজই কিন্তু সেরা দিন তার খোঁজ নেওয়ার।

Advertisement

সূত্র: ন্যাশনাল টুডে

জেএমএস/এএসএম