জাতীয়

ঢাকায় ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেলো লেগুনাচালকের

রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হাসান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক লেগুনাচালক ছিলেন।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আমির হোসেন বলেন, হাসান পেশায় লেগুনাচালক ছিলেন। রাতে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। এসময় তার কাছে থাকা টাকা এবং মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে গেলে হাসানকে তারা ছুরিকাঘাত করেন। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুনগ্যাস লিকেজ থেকে আগুন: দুই ভাইয়ের পর এবার চলে গেলো বোন গয়না-টাকা লুট করে দীবাকে হত্যা করেন নিরাপত্তারক্ষী ও গাড়িচালক 

হাসান বরিশালের ভান্ডারিয়া উপজেলার আব্দুল মালেকের ছেলে। কর্মসূত্রে রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর