সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এসি সোহেল রানাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার গুলশানে সেনাবাহিনীর একজন মেজর ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল রানা। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান।
আরও পড়ুনআ’লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, সাধারণ মানুষের বিবেচনা দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এসি সোহেল রানা মেজরকে উদ্দেশ্য করে বলছেন, ‘আপনি কয় পয়সার মেজর আমি দেখবো’।
Advertisement
পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে আনেন। ঘটনার পর ওই মেজরের কাছে ক্ষমাও চান এসি সোহেল রানা। এরপর এ ঘটনায় এসি সোহেল রানাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করলো ডিএমপি।
টিটি/কেএসআর