সকালে বাংলাদেশ দলের একাদশ দেখে অনেকেই অবাক হয়েছিলেন। মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নেওয়া হয়েছে ঠিক, কিন্তু তাই বলে লিটন দাসকে বসিয়ে রেখে তাকে অভিষেক করানো হবে!
Advertisement
তবে পরে জানা গেছে প্রকৃত তথ্য। লিটন দাস অসুস্থ। যে কারণে তাকে একাদশে নেওয়া হয়নি। রাত প্রায় ১১টার দিকে বিসিবি থেবে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে লিটনের বিস্তারিত শারীরিক অবস্থার কথা জানানো হয়। একই সঙ্গে চলমান টেস্টের স্কোয়াড থেকে তার ছিটকে পড়ার কথাও জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনআবার একাদশে ৮ ব্যাটার কেন? শেষ টেস্টও খেলতে পারবেন না উইলিয়ামসনবিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিটন দাস তীব্র জ্বরে ভুগছেন। সঙ্গে তার শরীরে প্রচণ্ড ব্যথা, শারীরিক দুর্বলতা, সর্দি-কাশি। বলতে গেলে পুরোপুরি অসুস্থ তিনি।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম শারীরিক আপডেট পুরোপুরি দিচ্ছিলেন। তিনি বলেন, ‘লিটন খুব বেশি জ্বরে ভুগছেন। ২৮ অক্টোবর সন্ধ্যা থেকেই জ্বরে ভুগছেন। আজ (মঙ্গলবার) সকালে জানানো হলো তিনি এই টেস্ট থেকেই ছিটকে গেছেন।’
Advertisement
লিটন এখন টিম হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন।
আইএইচএস/কেএসআর