খেলাধুলা

শেষ টেস্টও খেলতে পারবেন না উইলিয়ামসন

বেঙ্গালুরু এবং পুনে টেস্টে খেলতে পারেননি ইনজুরির কারণে। নিউজিল্যান্ড ক্রিকেটের কর্মকর্তাদের ধারণা ছিল, শেষ টেস্টটা খেলতে পারবেন কেন উইলিয়ামসন। কিন্তু এবারও পারছেন না। ইনজুরির কারণে শেষ টেস্ট ম্যাচটাও মিস করতে যাচ্ছেন তিনি।

Advertisement

শ্রীলঙ্কা সফরে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। তারপরই দেশে ফিরে গিয়েছিলেন। ভারতের বিপক্ষে অপেক্ষার প্রহর গুনতে গুনতে শেষ পর্যন্ত পুরো সিরিজই মিস করতে যাচ্ছেন এই কিউই ব্যাটার।

ভারতের বিরুদ্ধে খেলতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে খেলার সম্ভাবনা রয়েছে তার। ২৮ নভেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। আর ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু হবে শুক্রবার থেকে।

প্রথম দুই টেস্টে উইলিয়ামসন না খেললেও ভারতের মাটিতে ইতিহাসে প্রথমবারের মত সিরিজ জিততে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের। টম ল্যাথামের নেতৃত্বে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে নিয়েছে তারা। অথচ একটি ম্যাচ বাকি এখনও।

Advertisement

মূলত কুঁচকির চোটের কারণে খেলতে পারছেন না উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উইলিয়ামসন দ্রুত সুস্থ হচ্ছে; কিন্তু আমরা চাই আরও একটু সময় নিক সে। ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসনকে আমাদের প্রয়োজন হবে।’

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়েছে কিউইরা। সিরিজও তাদের পকেটে। তাই উইলিয়ামসনকে খেলানোর ঝুঁকি নিতে রাজি নয় তারা। প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘উইলিয়ামসন সুস্থ হচ্ছে। কিন্তু এখনই বিমানে উঠে ভারতে এসে দলে যোগ দেওয়া সম্ভব নয় তার পক্ষে। তবে আগামী দিনে উইলিয়ামসনকে পাওয়া যাবে। সে নিউজিল্যান্ডে থাকলেই ভাল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

উইলিয়ামসন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ১০২টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ৩২টি সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে করেছেন ৮৮৮১ রান। সাদা বলের ক্রিকেটেও সফল উইলিয়ামসন। ১৬৫টি একদিনের ম্যাচ এবং ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারত সফরে তার জায়গায় উইল ইয়ংকে খেলাচ্ছে নিউজিল্যান্ড।

আইএইচএস/

Advertisement