দেশজুড়ে

টিকা নেওয়ার সময় আতঙ্ক, হাসপাতালে ভর্তি ৬২ ছাত্রী

ভোলায় একটি বালিকা বিদ্যালয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ু মুখ ক্যানসারের টিকা নেওয়ার সময় গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ৬২ জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল হোসেন জানান, তার বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩১৭ জন ছাত্রী রয়েছে। আজ সকাল ১০টার দিকে তার বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। দুপুর পর্যন্ত ১৬২ জনকে টিকা দেওয়া হয়। পরে অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তারকে টিকা দিলে সে আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে। এরপর আরও কয়েকজন চিৎকার দেয়। পরে টিকাদান বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, অসুস্থ ছাত্রীদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর একে একে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৬২ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও ভোলা সদর হাসপাতালে সাতজন চিকিৎসা নিচ্ছিল। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Advertisement

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। তিনি বলেন, আমি খবর পেয়ে শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছি। বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ জানান, শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক (ম্যাস হিস্টেরিয়া) রোগে আক্রান্ত হয়েছে। এটি টিকা নেওয়ার কারণে হয়নি। কারণ টিকা না নেওয়া ৫-৬ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

Advertisement