প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
Advertisement
এসময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪০ মিনিট সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
Advertisement
বৈঠকে জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান স্পোকস পার্সন রাভিনা শামদাসানি, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগভাম, মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কোসেনজা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদিনের সফরে আজ সকালে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। হাইকমিশনার তার মিশন শেষে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।
এফএইচ/এমএইচআর/এমএস
Advertisement