জাতীয়

নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে। কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, রাত ১০টা ২৫ মিনিটে নিজামীকে পুলিশের বিশেষ প্রহরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্ট নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়া সংক্রান্ত আদেশের কপি কাশিমপুর কারাগারে এসে পৌঁছেছে কিনা অথবা নিজামীকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে মতিউর রহমান নিজামীর সঙ্গে তার স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের ১০ জন সদস্য স্বাক্ষাৎ করেন। গত বৃহস্পতিবার (৫ মে) নিজামীর রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী। রিভিউ আবেদন খারিজ হওয়ায় নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার সব আইনি প্রক্রিয়া শেষ হল। বাকি থাকল শুধু প্রাণভিক্ষা। বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর গত ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এরপর ২৯ মার্চ রায় রিভিউয়ের আবেদন করেন নিজামী। আমিনুল ইসলাম/এআর/জেএইচ

Advertisement